স্থানীয় প্রার্থীকেই এমপি হিসেবে চায় পাবনা-৩ এলাকার মানুষ: রাজা

Sanchoy Biswas
গোলাম ফারুক, পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:১৩ পূর্বাহ্ন, ১৮ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) এলাকার মানুষ জেগে উঠেছে। ঘরে ঘরে আওয়াজ উঠেছে, “আমরা বাইরের কাউকে এমপি চাই না।” এই আসনের স্থানীয় প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চায় এলাকাবাসী।

এ কথা বলেন, পাবনা-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হাসানুল ইসলাম রাজা।

আরও পড়ুন: মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

শনিবার (১৬ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া বাজার ও শরৎনগর বাজারে গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে দোয়া চান এবং ভোট প্রার্থনা করেন। সেই সঙ্গে তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে নারীকে গলা কেটে হত্যা মামলার প্রধান আসামি নীরব গ্রেপ্তার

এ সময় বিভিন্ন পথসভায় বক্তব্যকালে হাসানুল ইসলাম রাজা বলেন, “আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে পাবনা-৩ আসনে অনেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। কেউ আবার ধানের শীষ পেয়ে গেছেন মর্মে প্রচারণা চালাচ্ছেন। যাদের সুদীর্ঘকাল ধরে এই আসনের মাটি ও মানুষের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, আচরণ ছিল না—তিনি কিনা মন্ত্রী হবার আশ্বাসে এই আসনের সাধারণ, সহজ-সরল মানুষকে ধোঁকা দিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। তারা নাকি কৃষিমন্ত্রী হবেন! তারা তো কৃষক না, কখনো কৃষিকাজ করেছেন বলেও মনে হয় না। কারণ, আপনাদের পৈতৃক পেশা ছিল জোলা। কৃষকের জীবনমান কেমন তা জোলারা কী করে বুঝবে? আমরা জোলাকে কৃষিমন্ত্রী চাই না।”

হাসানুল ইসলাম রাজা বলেন, “আপনারা আমার পাশে দাঁড়ান, সহযোগিতা করুন। আমি নির্বাচনে জয়ী হলে সকল অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে উন্নয়নবঞ্চিত পাবনা-৩ এলাকায় শান্তি প্রতিষ্ঠা করবো। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে সাধারণ মানুষের সকল সুবিধা নিশ্চিত করবো। শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সকল সেক্টরের উন্নয়নে কাজ করবো। চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর উপজেলায় গ্যাস সংযোগ নিয়ে আসবো। কলকারখানা ও হাইটেক পার্ক স্থাপন করে বেকার যুবক-যুবতী, তরুণ-তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। আগামীতে পাবনা-৩ এলাকা হবে শান্তিপূর্ণ সহাবস্থানের একটি মডেল এলাকা।”

এ সময় তার সঙ্গে ছিলেন চাটমোহর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল করিম, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস মোল্লা, মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজাউল করিম বাবু, মোবারক হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

এর আগে শুক্রবার বিকেলে পাবনার ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটা বাজারে গণসংযোগ করেন তিনি।