চিকিৎসকদের কাছে দুঃখ প্রকাশ করলেন আইন উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ন, ১৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:০১ পূর্বাহ্ন, ১৮ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চিকিৎসকদের নিয়ে করা মন্তব্যে বিভ্রান্তি ছড়ানোয় দুঃখ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। রোববার (১৭ আগস্ট) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

পোস্টে তিনি লেখেন, গতকাল (শনিবার) একটি অনুষ্ঠানে ডাক্তারদের নিয়ে কিছু কথা বলেছিলাম। প্রথমে একজন রোগী হিসেবে নিজের ভালো অভিজ্ঞতা বলেছি। তারপর বিভিন্ন মানুষের অভিজ্ঞতা থেকে কিছু সমালোচনার কথা বলেছি। তবে আমি স্পষ্ট করেছিলাম যে, এই সমালোচনাগুলো সব ডাক্তারদের জন্য প্রযোজ্য নয়। অনেক চিকিৎসক ভালো, কিন্তু কিছু ডাক্তারের বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে তাই বলেছি। কিছু স্টেটমেন্ট হিসেবে, কিছু প্রশ্ন হিসেবে।

আরও পড়ুন: সীমানা পুনর্নির্ধারণে ৮৩ আসন নিয়ে ইসিতে জমা ১,৭৬০ আবেদন

তবে কিছু সংবাদমাধ্যম তার বক্তব্যের পুরোটা না তুলে ধরায় তা ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলেও দাবি করেন তিনি। এতে করে অনেকের কাছে মনে হতে পারে যে, তিনি সব ডাক্তারদের দোষারোপ করেছেন, যা সঠিক নয়।

ড. আসিফ নজরুল বলেন, আমার বক্তব্য যেভাবে কিছু পত্রিকায় ছাপানো হয়েছে, তাতে মনে হতে পারে যে সব ডাক্তারদের উদ্দেশ্যে অভিযোগ করেছি। কিন্তু আমি দ্ব্যর্থহীনভাবে জানাতে চাই, এসব অভিযোগ কেবল একটি নির্দিষ্ট শ্রেণির ডাক্তারদের বিরুদ্ধে। দেশের বিপুলসংখ্যক চিকিৎসক যাঁরা সততা, দক্ষতা ও ত্যাগের সঙ্গে রোগীর সেবা করেন, তাঁদের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। যদি আমার বক্তব্যে তাঁদের কারও মনে কষ্ট লেগে থাকে, তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

আরও পড়ুন: তিন বাহিনীর ১৫ বছরের বঞ্চনার আবেদন পর্যালোচনায় কমিটি গঠন

তবে তিনি এটিও বলেন, কিছু ডাক্তার যদি সত্যিই ওষুধ কোম্পানির স্বার্থে কাজ করে থাকেন, তাহলে চিকিৎসা পেশার মর্যাদা রক্ষায় তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া উচিত।

এর আগে শনিবার (১৬ আগস্ট) এক অনুষ্ঠানে ড. আসিফ নজরুল মন্তব্য করেন, বাংলাদেশের অনেক বড় হাসপাতাল ও ক্লিনিকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ থাকে ডাক্তারদের সঙ্গে দেখা করার জন্য এটি পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। 

তিনি আরও বলেন, চিকিৎসকরা কি ওষুধ কোম্পানির দালাল বা মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করছেন?

এই বক্তব্যের পর চিকিৎসক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ন্যাশনাল ডক্টরস ফোরাম ও জাতীয় নাগরিক পার্টি এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

চিকিৎসক সমাজের প্রতি সম্মান জানিয়ে এবং ভুল বোঝাবুঝি নিরসনে দুঃখ প্রকাশ করে আইন উপদেষ্টা তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেছেন।