আসন্ন জাতীয় নির্বাচনে কমনওয়েলথের সহযোগিতা প্রত্যাশা প্রধান উপদেষ্টার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:৪৯ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়রকর বটচওয়ের সঙ্গে সৌজন্য বৈঠকে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া এবং আসন্ন নির্বাচনকে ঘিরে কমনওয়েলথের আগ্রহ ও সমর্থন দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি নির্বাচন অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন: বাংলাদেশে পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন

জবাবে কমনওয়েলথ মহাসচিব জানান, সংগঠনটি বাংলাদেশের নির্বাচন ও নির্বাচন-পরবর্তী রূপান্তর প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে। তিনি বলেন, কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশ—যার মধ্যে জি-৭ ও জি-২০ সদস্যও রয়েছে—পারস্পরিক সহযোগিতা ও শক্তি বিনিময়ের মাধ্যমে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠকে তিনি আরও জানান, বাংলাদেশ সফরকালে তিনি প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারসহ গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে আলোচনা করেছেন। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আসন্ন নির্বাচনের আগে কমনওয়েলথ পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন: রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের

আলোচনায় দুই নেতা তরুণদের ক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরির সুযোগ বৃদ্ধি, সামাজিক ব্যবসা বিস্তার এবং বেকারত্ব, কার্বন নিঃসরণ ও বৈষম্য কমাতে ‘থ্রি-জিরো ভিশন’ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন।