২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি ৩৫৬

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৫ | আপডেট: ৪:৪৩ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে ডেঙ্গুতে মৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৩৫৬ জনে। শনিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজনই বরিশাল বিভাগের বাসিন্দা।

আরও পড়ুন: সারাদেশে আতঙ্ক ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস, আক্রান্ত হলেই মৃত্যু ঝুঁকি

একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৫৯৩ জন রোগী ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়ছে, হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ

বিভাগ ও সিটি করপোরেশন অনুযায়ী ভর্তির তথ্য, বরিশাল বিভাগ: ৯০ জন, চট্টগ্রাম বিভাগ: ৯৭ জন, ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৮৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন: ২১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৭৮ জন, খুলনা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ২৯ জন

এদিকে গত একদিনে ৬২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৮৬ হাজার ৩৩১ রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৮৯ হাজার ৪৮৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে মোট ৩৫৬ জনের।