মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:৩৭ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২০ আগস্ট) বিকেল ৩টা ১৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ২টা ৩৭ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর বিকেল ৩টার মধ্যে মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয় ৫টি ইউনিট।

আরও পড়ুন: ফরিদগঞ্জে বিএনপি মনোনয়ন নিয়ে বিতর্ক ও উত্তেজনা: জনগণের মধ্যে ক্ষোভ

তিনি আরও জানান, বিকেল ৩টা ১৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আরও পড়ুন: কটিয়াদীতে বিএনপির সন্ত্রাসবিরোধী বিক্ষোভ

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের ১২ মার্চ ভোরে একই সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে যায়, যার ফলে অনেক পরিবার আশ্রয়হীন হয়ে পড়ে।