কোনো কেন্দ্রে অনিয়ম হলে পুরো ভোট বাতিল : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো ভোটকেন্দ্র দখল করার চেষ্টা করা হলে সেই কেন্দ্রের পুরো ভোট বাতিল করা হবে।
তিনি শনিবার (২৩ আগস্ট) রাজশাহীতে স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা
সিইসি বলেন, আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠানের জোর প্রস্তুতি চলছে। প্রধান উপদেষ্টার নির্দেশনা পাওয়ার পর থেকে নির্বাচন কমিশন এই প্রস্তুতি আরও বাড়িয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা বাক্স দখলের স্বপ্ন দেখছেন, তাদের সেই স্বপ্ন ভঙ্গ হবে এবং কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যেতে হবে। তিনি আরও জানান, যারা আগে এ ধরনের অনিয়মে জড়িত ছিলেন, তাদের জেলা প্রশাসক বা পুলিশ সুপার পদে পদায়নের কোনো চিন্তা নেই।
আনুপাতিক পদ্ধতি (পিআর পদ্ধতি) নিয়ে চলমান বিতর্কের বিষয়ে সিইসি বলেন, দেশের সংবিধানে এই ধরনের নির্বাচন ব্যবস্থার কোনো বিধান নেই এবং তারা এর বাইরে যেতে পারেন না। তিনি এই বিতর্কের মধ্যে না ঢোকার কথা জানান। এছাড়াও, তিনি বলেন যে বিচার চলাকালীন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এবং বিচারের রায়ের ওপর নির্ভর করছে তাদের অংশগ্রহণের বিষয়টি।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন