কক্সবাজারে ব্যবসায়ীকে অপহরণ করে গুলি করে হত্যা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪০ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৫:৫৫ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে তোফায়েল আহমেদ নামে এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত তোফায়েল আহমেদ উপজেলার কালারমারছড়া গ্রামের ছিদ্দিক আহমেদের ছেলে।

পুলিশ জানিয়েছে, শনিবার রাতে স্থানীয় কিছু দুর্বৃত্ত তার চিংড়ি ঘেরে হামলা চালিয়ে মাছ লুটপাটের পর তাকে অপহরণ করে পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গুলি করে হত্যা করে। ভোরে লাশ ফেলে চলে যায় হামলাকারীরা।

আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক জানান, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে এলাকায় অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।