গাজীপুরে ৭০ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুর সিটি করপোরেশনের নগপাড়া ও তেলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ টি অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান এর নেতৃত্বে তিতাস গ্যাস গাজীপুর অফিসের উদ্যোগে পরিচালিত এক অভিযানে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সিটি কর্পোরেশনের নগপাড়া ও তেলিপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৭০ টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা
অভিযান পরিচালনার সময় তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যাবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব, সহকারি প্রকৌশলী হাসান আল ফয়সাল, মো রাকিব হাসান, শাকিল আহমেদ, সোহেল আহমেদ, উপসহকারী প্রকৌশলী মনি শঙ্কর সহ তিতাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।