জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী শাখার পরিচিত সভা

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:০১ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩০ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন: তিন দফা দাবিতে রেলপথ অবরোধ, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আকরামুল হাসান মিন্টু। অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মো. নূর ইসলাম। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সংস্থার মো. রেজাউল ইসলাম লাকী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস চেয়ারম্যান লায়ন এবিএম সোবহান হাওলাদার, যুগ্ম মহাসচিব লায়ন শরিফুল ইসলাম , নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোর্শেদ শাহরিয়ার, আজকের খোঁজখবর সম্পাদক মনজিল এ মিল্লাত, বিশিষ্ট সমাজ সেবক রতন মিয়া।

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফের উত্তেজনা, রণক্ষেত্রে পরিণত

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান মানিক। বক্তব্য রাখেন সাংবাদিক এড. মনছুর আলী সিকদার, বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি আশিকুর রহমান।

অনুষ্ঠান শুরুর পূর্বে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন নরসিংদী জেলা কমিটির সদস্য তানিয়া আক্তার, মোঃ রাসেল, আঃ রহমান বিপ্লব , এম এ বাছেদ , মোঃ মাসুম , ফয়সাল, ফরিদ উজ জামান, বিল্লাল হোসেন প্রমুখ। সভার শুরুতে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সদস্যরা অতিথিদের সাথে পরিচিত হন।

পরে সংস্থার কোষাধ্যক্ষ সাপ্তাহিক যোগাযোগ সম্পাদক মো. শফিকুল ইসলামের মৃত্যুতে একমিনিট নিরবতা পালন করা হয় এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠান উপস্থাপনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা কমিটির সাধারণ সম্পাদক সাজেদুল হক প্রান্ত।