নেত্রকোণায় হামলা পাল্টা হামলায় নিহত ২, আহত ৩

নেত্রকোণা সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে পাল্টাপাল্টি হামলায় সাবেক এক ইউপি সদস্যসহ দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।
নিহতরা হলেন, সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া ও নূর মোহাম্মদ। তারা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: এবারের নির্বাচনে নৌ ও বিমানবাহিনীকে কাজে লাগানো হবে: সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা
পুলিশ জানায়, শনিবার রাতে সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া জেলা বিএনপি’র কাউন্সিল থেকে ফেরার পথে প্রতিপক্ষ রফিকের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে রফিকের গ্রামের বাড়িতে হামলা চালায় দোজাহান মেম্বারের লোকজন। এসময় নূর মোহাম্মদ নামে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এছাড়া আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: কাঞ্চন পৌরসভায় ডাস্টবিন অকেজো, বর্জ্য ব্যবস্থাপনা বন্ধ, দুর্ভোগ চরমে