রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

ছবিঃ সংগৃহীত
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। এরপর তিনি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন।
আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস সেনাবাহিনীর প্রধান
সাক্ষাতের সময় সেনাপ্রধান তার সাম্প্রতিক চীন সফর সম্পর্কে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
উল্লেখ্য, গত ২১ আগস্ট সরকারি সফরে চীন যান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং ২৭ আগস্ট রাতে দেশে ফেরেন।
আরও পড়ুন: সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কোনো দলের পক্ষে নয় যুক্তরাষ্ট্র