ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় কুড়িগ্রামে জনজীবন বিপর্যস্ত
ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামে গত পাঁচ দিন ধরে কার্যত স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। ভোরের দিক থেকে দুপুর পর্যন্ত কুয়াশার ঘনত্ব এতটাই বেশি থাকছে যে সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: পঞ্চগড়ে ঘন কুয়াশা ও শীতে জনজীবন বিঘ্নিত
জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রচণ্ড শীত থেকে বাঁচতে খোলা আকাশের নিচে থাকা ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষজন খড়কুটো, কাঠ ও পরিত্যক্ত জিনিসপত্র জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন। বিশেষ করে দিনমজুর, রিকশাচালক ও শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রিকশাচালক আলম মিয়া (৫০) বলেন, কয়েক দিন ধরেই ঠান্ডা অসহ্য হয়ে উঠেছে। ঘর থেকে বের হতে মন চায় না, কিন্তু সংসার চালাতে বাধ্য হয়ে বের হতে হয়। সকাল থেকে এখন পর্যন্ত একটি ভাড়াও পাইনি। রাস্তাঘাটে মানুষ কম, যাত্রী না থাকলে সংসারের খরচ জোগাড় করা কঠিন হয়ে পড়ে।
আরও পড়ুন: আজ সিলেট নগরীর বিভিন্ন এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
এদিকে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, মঙ্গলবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, আগামী কয়েক দিন কুড়িগ্রামসহ আশপাশের এলাকায় শীত ও ঘন কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
শীতের তীব্রতায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।





