২০২৬ সাল পর্যন্ত এসবি প্রধান ও র্যাব ডিজির চাকরির মেয়াদ বৃদ্ধি

ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবি প্রধান গোলাম রসূল ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানের চাকরির মেয়াদ ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করেছে সরকার। শনিবার(৩১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা উপসচিব আবু সালেম মো. মাহফুজুল হক স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে চাকরির মেয়াদ বৃদ্ধির আদেশ জারি করা হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ মধ্য ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার টার্গেট রেখে পরবর্তী এক মাস সময় ধরে তাদের চাকরির মেয়াদ বাড়ানো হয়েছে। তাদের চাকরির মেয়াদ বাড়ানোর গুঞ্জন নিয়ে পুলিশের সারভিং কর্মকর্তারা এর আগেই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাত করে এর প্রতিবাদ জানিয়েছিলেন।
আরও পড়ুন: ডিএমপির দুই অতিরিক্ত কমিশনার বদলি