নরসিংদীতে আকস্মিক পরিদর্শনে আইন উপদেষ্টা

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২৫ | আপডেট: ১:৪৭ পূর্বাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর মনোহরদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আকস্মিক পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. মোঃ আসিফ নজরুল।

রোববার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলায় অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি ঘুরে দেখেন তিনি। পরে বেলা ১২টায় শিবপুরের মনফেসচার এলাকায় অবস্থিত নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে যান।

আরও পড়ুন: সাতক্ষীরা তালায় ঘেরের আইলে সবজি চাষ, কৃষিতে সম্ভাবনার হাতছানি

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা এম. এ. মোহাইমিন আল জিহান ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মোহাইমিন আল জিহান আইন উপদেষ্টার আকস্মিক পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে জানান, এই পরিদর্শনের উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠানটির কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ এবং প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমের গুণগত মান মূল্যায়ন। তবে, ড. আসিফ নজরুল সাংবাদিকদের কোনো মন্তব্য দিতে রাজি হননি। তিনি সকাল ১১টায় এসে দ্রুততার সঙ্গে পরিদর্শন শেষ করে চলে যান।

আরও পড়ুন: সাতক্ষীরায় ধানের শীষের কান্ডারী হিসেবে আলোচনার শীর্ষে এইচ. এম. রহমত উল্লাহ পলাশ

প্রশিক্ষণকেন্দ্রের অধ্যক্ষ মোঃ সোহরাব হোসেন মোল্লা জানান, হঠাৎ এই পরিদর্শনে আমরা কিছুটা অবাক হলেও এটি আমাদের কাজের গুণগত মান উন্নয়নে উৎসাহ জোগাবে। স্থানীয় মহলে এই পরিদর্শনকে কেন্দ্র করে নানা আলোচনা ও কৌতূহল দেখা গেছে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি বা বক্তব্য দেওয়া হয়নি।