নুরকে হাসপাতালে দেখতে গেলেন এনডিপি চেয়ারম্যান কে এম আবু তাহের

গণঅধিকার পরিষদের সভাপতি ও তরুণদের প্রেরণার প্রতীক নুরুল হক নুরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার এই খবরে রাজনৈতিক অঙ্গনে নিন্দা-প্রতিবাদের ঝড় ওঠে।
রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)-এর চেয়ারম্যান কে এম আবু তাহের। এ সময় তিনি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজখবর নেন চিকিৎসকদের কাছে এবং পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি নুরুল হক নুরের দ্রুত সুস্থতা ও আশু আরোগ্য কামনা করে দোয়া করেন।
আরও পড়ুন: পূর্বঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল
এনডিপি চেয়ারম্যান বলেন, “এভাবে একজন তরুণ নেতার ওপর হামলা দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য উদ্বেগজনক। আমরা চাই আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুক।”
রাজনৈতিক অঙ্গনে নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় ইতিমধ্যেই নানা মহলে সমালোচনার ঝড় বইছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন একযোগে এর তীব্র নিন্দা জানিয়েছে।
আরও পড়ুন: নির্বাচনের বিকল্প নিয়ে ভাবলে তা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক