হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সর্বমিত্র চাকমার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী ও ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর প্রার্থী সর্বমিত্র চাকমা সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকতার মান নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন “হলুদ সাংবাদিকতার ধ্বংস আমার হাত ধরেই হবে।”
শুক্রবার (২৯ আগস্ট) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সর্বমিত্র চাকমা লিখেছেন, “অল্প ক’দিনে মিডিয়া জগৎ আমার চেনা হয়ে গেছে। আমি বুঝলাম, কীভাবে ফ্যাসিস্ট রেজিম মিডিয়াকে দিয়ে স্বপক্ষে সম্মতি উৎপাদন করতো।”
আরও পড়ুন: নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে কিছু পক্ষ: সালাহউদ্দিন
তিনি অভিযোগ করে বলেন, একটি বামপন্থী গণমাধ্যম তার সাক্ষাৎকারে কেবল মুক্তিযুদ্ধ ও পাহাড় নিয়ে প্রশ্ন তুলেছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে তার কর্মপরিকল্পনা বা স্বপ্ন সম্পর্কে জানতে চায়নি। এ প্রসঙ্গে সর্বমিত্র বলেন, “আমার আপত্তি মুক্তিযুদ্ধ বা পাহাড় নিয়ে প্রশ্নে নয়। আপত্তি হলো, আমি ঢাবির জন্য কী করতে চাই, সেই বিষয়টিতে তারা কোনো আগ্রহ দেখাল না। বরং তারা আমার মুখ থেকে বিতর্কিত কিছু বের করে আনার চেষ্টা করছিল।
নিজের অবস্থান ব্যাখ্যা করে সর্বমিত্র চাকমা আরও লিখেছেন, “ইচ্ছাকৃতভাবে বিতর্কিত করতে চাইলে করুন! আমি বিচলিত বা রাগান্বিত নই, বরং সব সয়ে যাচ্ছি হাসিমুখে। তবে আমি স্পষ্ট জানাচ্ছি, হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা করলাম। আপনাদের ধ্বংস আমার হাত ধরেই হবে একদিন।”
আরও পড়ুন: জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন
ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার শুরু থেকেই সর্বমিত্র চাকমা আলোচনায় রয়েছেন। এবার সাংবাদিকতার মান ও দায়িত্বশীলতা নিয়ে তার এই কঠোর মন্তব্য নির্বাচনী অঙ্গন ও সামাজিক মাধ্যমে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।