বাঁশখালীতে সেনা অভিযানে আটক দুই মাদক কারবারি

চট্টগ্রামের বাঁশখালীতে ৩ হাজার পিস ইয়াবাসহ মো. তারেক (৪৫) ও মো. ইউনুস আলী (৩০) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ছাড়া অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে বাঁশখালী উপজেলার দক্ষিণ সীমান্ত এলাকা টইটং এ চেকপোস্ট স্থাপন করে বাঁশখালীর দায়িত্বরত মেজর স-আদাতের (২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি) নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম তাদের আটক করে। আটককৃত: মো.তারেক খানখানাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ডোংরা এলাকার মৃত রবি আলমের ছেলে ও মো. ইউনুস আলী একই ইউনিয়নের রায়ছড়া গ্রামের মৃত পেচু মিয়ার ছেলে।
আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ‘বাঁশখালীর সীমান্ত এলাকা টইটং এলাকায় চেকপোস্ট স্থাপন করে দুই মাদক কারবারি আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুই মাদক কারবারিকে বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’#