মুন্সীগঞ্জে দুই কলেজে ছাত্রদলের শীর্ষ পদ পেল ছাত্রলীগ নেতা!

মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন কলেজ শাখায় ছাত্রদলের কমিটি গঠন নিয়ে বিতর্ক থামছেই না। রয়েছে একাধিক বিগত সরকারে কর্মিদের নাম ছাত্রদল কমিটিতে। জেলার মুন্সীগঞ্জ কলেজ ও লৌহজং সরকারি কলেজ ছাত্রদলের কমিটিতে দুইটি শীর্ষ পদ দেওয়াকে কেন্দ্র করে চরম সমালোচনা দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে।
এরআগে একই ধরনের ঘটনা ঘটেছিলো মুন্সীগঞ্জ সদরের রামপাল ডিগ্রি কলেজে। সেখানে ছাত্রলীগের আলভী মাহমুদকে গত ৯ জুলাই কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে অনুমোদন দেয় জেলা ছাত্রদল। বিতর্কের মুখে ৫ দিনের মধ্যে আলভী মাহমুদকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করে জেলা ছাত্রদল।
আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা
পরে এবার জেলা ছাত্রদল গত ১২ আগস্ট লৌহজং সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন করে। এই কমিটিতে মো. রিদওয়ান আহমেদকে সভাপতি এবং ফারহান শেখকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। কমিটি প্রকাশিত হয় বুধবার (২৭ আগস্ট)।
দুই কলেজে শীর্ষ পদ দেওয়ার বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। লৌহজং সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারহান শেখের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় তিনি ২০২৪ সালের জাতীয় নির্বাচনের নৌকা প্রার্থীর মিছিলে অংশ নিচ্ছেন।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন
অপরদিকে, মুন্সীগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি মো. রিদওয়ান আহমেদের সম্পর্ক জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন এর সঙ্গে থাকায় এটি স্পর্শকাতর বিষয় হিসেবে আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় ছাত্রদলের একাধিক নেতা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, আওয়ামী লীগের কারও সঙ্গে ছবি থাকলে তাকে ছাত্রদলে কোনো পদ দেওয়া যাবে না।
জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাশেম জানিয়েছেন, লৌহজং সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারহান শেখকে প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদের বিষয় খোঁজ খবর নেয়া হচ্ছে।