রামগঞ্জে গণেশ পূজা উপলক্ষে মাতৃপূজা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রামগঞ্জে সার্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা উদযাপন উপলক্ষে বিশেষ মাতৃপূজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রতনপুরস্থ কালাচাঁদ ডাক্তার বাড়ি পূজারীবৃন্দের আয়োজনে শ্রী শ্রী বলদেব জিউর মন্দির প্রাঙ্গণে অর্ধশতাধিক মা’য়ের চরণে সন্তানেরা পুষ্প ও চন্দন অর্পণ করে ভক্তিভরে পূজা করেন।
আয়োজকরা জানান, সন্তানদের হৃদয়ে মায়ের প্রতি অগাধ ভক্তি ও ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এই মাতৃপূজা। সার্বজনীন গণেশ পূজা আয়োজক কমিটির অন্যতম সদস্য বিধান সাহা বলেন, আমরা বিগত ৫ বছর ধরে মাতৃপূজার আয়োজন করে আসছি। মূলত সন্তানদের মনে মাতৃপ্রেম জাগ্রত করা এবং বিপথগামী তরুণদের সঠিক পথে ফেরাতেই এ আয়োজন।
আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা
রামগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর রঞ্জন সাহা জানান, চার দিনব্যাপী গণেশ পূজার নানা আয়োজনে মাতৃপূজা ছিল প্রধান আকর্ষণ। তিনি বলেন, সবার সহযোগিতায় পূজার সকল আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এজন্য উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ধন্যবাদ জানাই।
চার দিনব্যাপী গণেশ পূজার অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল গঙ্গা আরতি, বস্ত্র ও মহাপ্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় ছাড়াও আশপাশের জেলা থেকে প্রায় ১০ হাজার ভক্তের আগমন ঘটে। পূজার পৌরহিত্য করেন শ্রী মানিক গোস্বামী (কাব্য ব্যাকরণ তীর্থ)। শুক্রবার সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন
এ সময় পূজা পরিদর্শন করেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের রামগঞ্জ উপজেলা সভাপতি অপূর্ব কুমার সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পিযুষ কান্তি সাহা লিটন, পৌর সদস্য সচিব সঞ্জয় মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।