মোহাম্মদপুরের বিতর্কিত ওসির বদলিতে এলাকায় মিষ্টি বিতরণ

মোহাম্মদপুর থানার সমালোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে বদলির ঘটনায় স্থানীয়রা মিষ্টি বিতরণ করেছে।
রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় মোহাম্মদপুরের স্থানীয় জনগণ থানার সামনে এবং থানার ভেতরে মিষ্টি বিতরণ করেন। এ সময় তারা ওসিকেও মিষ্টি খাওয়াতে তার রুমে প্রবেশ করেন।
আরও পড়ুন: নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে কিছু পক্ষ: সালাহউদ্দিন
স্থানীয় বাসিন্দারা জানান, "আমরা একটি অশান্ত পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছি। সাবেক ওসি আলী ইফতেখার সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি ও কিশোর গ্যাং চক্রের সঙ্গে গোপন যোগাযোগ রাখতেন। তার বদলির কারণে মোহাম্মদপুরে শান্তি ফিরে এসেছে।" তারা আরও বলেন, পূর্বে মানববন্ধন ও র্যালির মাধ্যমে ওসির বদলির দাবি জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, আলী ইফতেখারের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা পুলিশের হেডকোয়ার্টারে ৩৭টি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এছাড়াও, ১০ লাখ টাকার হেরোইন গায়েব সংক্রান্ত অভিযোগে ডিএমপি সদর দপ্তরের তদন্ত কমিটি এবং তেজগাঁও বিভাগের তদন্ত কমিটি কাজের শেষ পর্যায়ে রয়েছে।
আরও পড়ুন: জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন
এর আগে, রোববার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা অফিস আদেশে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানসহ তিন পরিদর্শককে বদলি করা হয়েছে।
বদলির আদেশ অনুযায়ী, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি), শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানায় এবং ডিএমপির পরিবহন শাখার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, এই বদলির সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।