নেত্রকোণায় দৈনিক আমার দেশ পত্রিকার পাঠক মেলার আলোচনা সভা ও আহ্বায়ক কমিটি ঘোষণা

Sanchoy Biswas
‎হৃদয় রায় সজীব, নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৫ | আপডেট: ৬:৫৫ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‎নেত্রকোণার মদনে "জুলাই বিপ্লবের নতুন বাংলাদেশ - প্রসঙ্গ স্বাধীন সাংবাদিকতা" শীর্ষক আলোচনা সভা ও পাঠক মেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

‎সোমবার সকাল সাড়ে দশটায় মদন উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আমার দেশ পাঠক মেলা, মদন উপজেলা শাখার আয়োজনে এই সভা ও কমিটি ঘোষণা হয়।

আরও পড়ুন: রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা অঙ্গীকার বাস্তবায়নে জামায়াতের র‌্যালি

‎জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমের সভাপতিত্বে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক আব্দুল লতিফ মোতাহার লিটনের সঞ্চালনায় সভায় মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দসহ অন্যরা বক্তব্য রাখেন।

‎এ সময় জুলাই বিপ্লবের নতুন বাংলাদেশে কর্মরত সাংবাদিকদের কর্মপরিধি বেড়েছে, নিরাপত্তার ভেতর দিয়ে কাজ করার পরিবেশ তৈরি হয়েছে যা উত্তরোত্তর আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

আরও পড়ুন: দেবীদ্বারের কৃষিতে ফিরেছে সবুজ হাসি

‎সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।