জুলাই-আগস্ট গণহত্যা
১৭ মামলার আসামি হলেও ওরা ধরাছোঁয়ার বাইরে

ছাত্র-জনতার ডাকে গণআন্দোলন চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীর হামলা হয় সবচেয়ে বেশি রামপুরা বাড্ডা ও কুড়িল এলাকায়। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীরা ওই এলাকায় জীবন বাজি রেখে তীব্র প্রতিরোধ করেছিলেন। গুলি হামলায় নিহত হয় ছাত্র, শিক্ষক, শ্রমজীবী মানুষ ও সাধারণ জনতা। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পরে পালিয়ে যায় স্বৈরাচারী হাসিনা ও তার সহযোগীরা। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ছাত্র জনতার উপর হামলাকারীদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে রামপুরা বাড্ডা ভাটারা ও খিলক্ষেত থানায় নিহত আহতদের স্বজনরা বিচার চেয়ে মামলা করেন। নয়টি হত্যাসহ ১৭ টি মামলার এজহারভুক্ত আসামি নজরুল ইসলাম ভূঁইয়া, সাইফুল ইসলাম ভূঁইয়া ও জাহিদুল ইসলাম ভূঁইয়া তিন ভাই । তারা একটি আবাসন কম্পানি খুলে স্বৈরাচারী সরকারের সহায়তায় এলাকার প্রভাব তৈরি করেছিল। কোন আন্দোলন চলাকালীন স্বৈরাচারের পক্ষে সরাসরি হামলায় জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানা মামলা করা হয়। বাড্ডা থানার মামলা নং ৬ তারিখ ২১-৮-২০২৪ ইং মামলার বাদী নিহত হাফিজুর রহমান সিকদারের পিতা আবু বক্কর শিকদার জানান তার ছেলেকে হারিয়ে তারা এখন অসহায়। কিন্তু আসামিদের গ্রেফতার না করায় তারা ছেলে হত্যার বিচার পাচ্ছে না বলে অভিযোগ করেন। খিলক্ষেত থানার মামলা নং ১২ তারিখ ১৪-৯ ২০২৪ বাদী নিহত কাউসার দেওয়ানের বোন বোন মোর্শেদ আখতার মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন থানায় এই তিনজন জুলাই আগস্ট গণহত্যার ১৭টি মামলার এজাহারভুক্ত আসামি। এরমধ্যে নয়টি হত্যা মামলা ও বাকিগুলা প্রচেষ্টা এবং অস্ত্র মামলা।
ডিএমপি এর বাড্ডা থানার, এফআইআর নং-৪, তারিখ- ২০ আগস্ট, ২০২ ৪; জি আর নং-৩৮১, তারিখ- ২০ আগস্ট, ২০২৪; সময়- ২১:৩০ ঘটিকা, ধারা-৩০২/১০৯ The Penal Code, 1860; মামলাটি বর্তমানে ডিবিতে তদন্তের জন্য হস্তান্তর হয়েছে।
আরও পড়ুন: নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে কিছু পক্ষ: সালাহউদ্দিন
০২. ডিএমপি এর বাড্ডা থানার, এফআইআর নং-৬, তারিখ- ২১ আগস্ট, ২০২৪; জি আর নং-৩৮৩, তারিখ- ২১ আগস্ট, ২০২৪; সময়- দুপুর ১৪.৫৫, ধারা-৩০২/১০৯ The Penal Code, 1860; মামলাটি তদন্তের জন্য সিআইডি এ হস্তান্তর করা হয়েছে
০৩. ডিএমপি এর বাড্ডা থানার, এফআইআর নং-৭, তারিখ- ২১ আগস্ট, ২০২৪; জি আর নং-৩৮৪, তারিখ- ২১ আগস্ট, ২০২৪; সময়- ১৫.০৫ ঘটিকা, ধারা-৩০২/১০৯ The Penal Code, 1860; তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর হয়েছে।
আরও পড়ুন: জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন
08. ডিএমপি এর বাড্ডা থানার, এফআইআর নং-২৬, তারিখ- ২৬ সেপ্টেম্বর, ২০২৪; জি আর নং-৪১৮, তারিখ- ২৬ সেপ্টেম্বর, ২০২৪; সময়- ১৪:৩০, ধারা-৩০২/৩৪ The Penal Code, ১৮৬০; এন্টিটেররিজম ইউনিট এ হস্তান্তর করা হয়েছে ।
০৫. ডিএমপি এর বাড্ডা থানার, এফআইআর নং-২৭, তারিখ- ২৬ সেপ্টেম্বর, ২০২৪; জি আর নং-৪১৯, তারিখ- ২৬ সেপ্টেম্বর, ২০২৪; সময়- ১৪:৩৫, ধারা-৩০২/৩৪ The Penal Code, ১৮৬০; (এস এ শাকিল মাহমুদ) বিপি-৯১২০২২৬৮৮২ সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) বাড্ডা, ডিএমপি তদন্ত করছেন।
০৬. ডিএমপি এর বাড্ডা থানার, এফআইআর নং-২৯, তারিখ- ২৯ সেপ্টেম্বর, ২০২৪; জি আর নং-৪২১, তারিখ- ২৯ সেপ্টেম্বর, ২০২৪; সময়- ০১.৩০ ঘটিকা, ধারা-
325/326/307/30২/১১৪/১০৯/34 The Penal Code, ১৮৬০; (মো: মাহমুদুল হাসান মারুফ) বিপি-৯০১৭১৯৯৮১১ সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) বাড্ডা, ডিএমপি তদন্ত করছেন।
০৭. ডিএমপি এর দক্ষিণখান থানার এফআইআর নং-০৪, তারিখ- ০৫ মার্চ, ২০১৫; সময়- ২০.৩৫ ঘটিকায়, ধারা-১৪৩/৪৪৮/323/324/307/385/379/427/50৬ পেনাল কোড-১৮৬০; ১ ।
০৮. ডিএমপি এর দক্ষিণখান থানার এফআইআর নং-২৯/২০২, তারিখ-২০ এপ্রিল, ২০২১; জি আর নং-২০২/২০২১, তারিখ- ২০ এপ্রিল, ২০২১; সময়- ০০.১৫ ঘটিকায়, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/326/3 07/427/4৪৭/৫০৬ পেনাল কোড-১৮৬০; ১ ।
০৯. ডিএমপি এর দক্ষিণখান থানার এফআইআর নং-৪২, তারিখ- ২৯ জুলাই, ২০২৩; জি আর নং-২৪৮, তারিখ- ২৯ জুলাই, ২০২৩; সময়-০০.৫০ ঘটিকায়, ধারা- ১৪৩/১৪৪/১৪৮/১৫০/341/34 2/323/324/325/326/352/307/427/447/34 The Penal Code, ১৮৬০; ১।
১০. ডিএমপি এর যাত্রাবাড়ী থানার, এফআইআর নং-২৮, তারিখ- ২৮ আগস্ট, ২০২৪; জি আর নং-৭৭৪, তারিখ-২৮ আগস্ট, ২০২৪; সময়- সময় ০০:৫০ ঘটিকা, ধারা-৩০২/১০৯/১১৪ The Penal Code, ১৮৬০; ৪।
১১. ডিএমপি এর রামপুরা থানার, এফআইআর নং-১৭, তারিখ- ১৮ নভেম্বর, ২০২৪; জি আর নং-২১৭, তারিখ-১৮ নভেম্বর, ২০২৪; সময়- ০০:০৫ ঘটিকায়, ধারা-
১৪৩/১৪৮/১৪৯/৩০৭/৩২৬/১১৪ /১০৯ The Penal Code,
১২. ডিএমপি এর রামপুরা থানার, এফআইআর নং-৭, তারিখ- ০৯ অক্টোবর, ২০২৪, জি আর নং-১৮২, তারিখ- ০৯ অক্টোবর, ২০২৪; সময়- তারিখ ২২.৪৫ ঘটিকা। ধারা- ৩০২/১০৯/১১৪/১৪৭/১৪৮/৩৪ The Penal Code, ১৮
১৩. ডিএমপি এর হাতিরঝিল থানার, এফআইআর নং-১৮, তারিখ- ২৭ সেপ্টেম্বর, ২০২৪; জি আর নং-৩৭০, তারিখ- ২৭ সেপ্টেম্বর, ২০২৪; সময়- ২১.২০ ঘটিকা, ধারা-৩০২/৩৪ The Penal C
১৪. ডিএমপি এর হাতিরঝিল থানার, এফআইআর নং-২১, তারিখ- ২৭ অক্টোবর, ২০২৪, জি আর নং-৩৯৩, তারিখ- ২৭ অক্টোবর, ২০২৪; সময়- ০০.১০ ঘটিকা, ধারা- ৩০২/১০৯/১১৪/১৪৭/১৪৮/৩৪ The Penal Code, ১৮৬০; ১. (LQWMU) আল আমিন (৩৪) পিতা-হাজী দিলু মিয়া মাতা-নিরুন্নাহার স্থায়ী:, উপজেলা/থানা-অজ্ঞাত, জেলা-ময়মনসিংহ, বাংলাদেশ
১৫. খিলক্ষেত থানার মামলার তালিকা
ডিএমপি এর খিলক্ষেত থানার, এফআইআর নং-১২, তারিখ- ১৪ জানুয়ারি, ২০২৫;
জি আর নং-১২, তারিখ-১৪ জানুয়ারি, ২০২৫; সময়- তারিখ ০০.১৫ ঘটিকা, ধারা- ১৪৩/১৪৮/৩২৪/326/302/307 /১১৪/৩৪ The Penal Code, ১৮৬০; ৩ ।
১৬. ডিএমপি এর গুলশান থানার, এফআইআর নং-৩২, তারিখ- ২৮ ফেব্রুয়ারি, ২০২৫; জি আর নং-৭৭, তারিখ- ২৮ ফেব্রুয়ারি,