ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৫ | আপডেট: ৫:৫০ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা আজ (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে। সকাল থেকে ক্যাম্পাসজুড়ে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ব্যানার ও ফেস্টুন টাঙিয়ে প্রচারণা চালাচ্ছেন। তবে এরই মধ্যে চারুকলা অনুষদে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: ঢাবির রিসার্চ মেথডলোজি ও সায়েন্টিফিক রাইটিং প্রশিক্ষণের সনদ বিতরণ

সকালে জোটটির পক্ষ থেকে ব্যানার টাঙানোর মাধ্যমে প্রচারণা শুরু হয়। পরে পূর্ণাঙ্গ প্যানেলের ছবি সম্বলিত একটি ফেস্টুন চারুকলায় টাঙানো হলে কিছুক্ষণের মধ্যেই তা ফেলে দেওয়া হয়। যদিও এ ঘটনার সাথে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: হাদীর স্মরণে ঢাবিতে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা ২০২৬’

ডাকসুর আচরণবিধি অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারসামগ্রী নষ্ট করা বা সরানো নিষিদ্ধ। তবুও নিয়ম ভঙ্গের এমন অভিযোগে নির্বাচন ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে।

এ বিষয়ে শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ও ঢাবি শাখা সভাপতি এস এম ফরহাদ বলেন, “এটা খুবই দুঃখজনক। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবো। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নিতে হবে। এটি ছাত্রলীগের কাজও হতে পারে, আবার অন্য কারও হতে পারে।”

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. গোলাম রাব্বানী জানান, “আমরা এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”