ঝিনাইদহের চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি বাউফলে গ্রেফতার
ঝিনাইদহে বানরের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করা যুবক আবু তালেবের চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মোহাম্মদ সেলিমকে (৪৫) পটুয়াখালীর বাউফল উপজেলা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সারে ৫টার দিকে বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত সেলিম ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার কাশিপুর পশ্চিমপাড়া গ্রামের সামসুল হকের ছেলে।
আরও পড়ুন: নতুন বছরের প্রথম দিন পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
গণমাধ্যমকর্মীদের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক মেজর রাশেদ জানান, গত ২ এপ্রিল রাতে কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামে আবু তালেব নামে ওই যুবককে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে কালীগঞ্জ থানায় ৩এপ্রিল একটি হত্যা মামলা (ধারা ৩২৬/৩০২ দণ্ডবিধি) দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয় পেশাগত দ্বন্দ্বের জেরে আসামি রুবেল হোসেন রাতে আবু তালেবকে তার শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে সুচালো রড দিয়ে বুক ও পেটে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। তালেবের শ্বশুর ছবেদ আলী তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও একই অস্ত্র দিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তালেবকে মৃত ঘোষণা করেন। ঘটনায় রুবেলের সহযোগিতা করেছেন আরও কয়েকজন।
আরও পড়ুন: মুক্ত গণমাধ্যম যেন দায়িত্বহীন না হয়: এম আব্দুল্লাহ
তদন্ত বিষয়টা কয়েকজনের নাম পাওয়া গেলে অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাদের মধ্যে অন্যতম আসামি অভিযুক্ত সেলিমকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, হত্যা মামলা একজন আসামিকে বাউফল থানায় হস্তান্তর করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। ###





