সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

ছবিঃ সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টায় নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের দপ্তর থেকে জানানো হয়েছে, বৈঠকটি আজ (বুধবার) নিশ্চিত করা হয়েছে। কর্মকর্তারা জানান, গত ৫ আগস্টের পর এটাই প্রথমবার মার্কিন দূতাবাসের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক হতে যাচ্ছে।
আরও পড়ুন: নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে কিছু পক্ষ: সালাহউদ্দিন
এ বৈঠকে আগামী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।