জনবল সংকট

সুনামগঞ্জে যানজট নিয়ন্ত্রণে দিশেহারা ট্রাফিক পুলিশ

Sadek Ali
মো. আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৫ | আপডেট: ৫:৪০ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জ শহর এখন যানজটের শহর প্রতিনিয়ত তীব্র যানজটের কবলে পড়তে হচ্ছে পৌরবাসী।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় সুনামগঞ্জ পৌর শহরব্যাপী তীব্র যানজট লক্ষ্য করা যায়। এটি নিত্যদিনের চিত্র বলে জানান ভুক্তভোগীরা।

আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা

ট্রাফিক পয়েন্ট (আলফাত স্কায়ার) মোড় এলাকাসহ শহরের বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট মোকাবেলা করতে রীতিমত দিশেহারা হচ্ছে ট্রাফিক পুলিশ সদস্যরা। প্রতিদিনের মতো সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট লক্ষ্য করা যাচ্ছে।

সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্ট মোড়ে, কোর্ট পয়েন্ট মোড়,শহরের কালিবাড়ি মোড়, পুরাতন বাসস্ট্যান্ড মোড়,ওয়েজখালী মোড়,থানা পয়েন্ট মোড়,কাজির পয়েন্ট মোড়,হাসপাতাল-কলেজ রোড মোড়,বক পয়েন্ট মোড়,সরকারি সতীশ চন্দ্র উচ্চ বিদ্যালয়,উচ্চ বালিকা বিদ্যালয়, পূর্ব বাজার ও মধ্যবাজার মোড়,জেলা জজ সাহেবের বাসভবন,জেলা প্রশাসকের বাসভবনের সামনের রাস্তায় তীব্র যানজটের কবলে শহরবাসী দিশেহারা।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন

প্রতিনিয়ত সড়কে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও জরুরি পরিবহন স্কুল,কলেজ মাদ্রাসাগামী শিক্ষার্থীদের পড়তে হয় বিপাকে। এছাড়া শহরের অধিকাংশ ফুটপাথগুলো কিছু অসাধু ব্যবসায়ীরা দখল করে রাখার কারণে পথচারীদের চলাচলে ব্যাঘাত ঘটছে।

যানজট নিরসনে সম্প্রতি জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছিল দিনের বেলায় পণ্যবাহী ট্রাক শহরের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না। কিন্তু  সুনামগঞ্জে বিকল্প রাস্তা না থাকায় প্রতিনিয়ত ট্রাক,লরি অবাধে প্রবেশ করার কারণে ট্রাফিক পুলিশ সদস্যরা এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না। আবার সেটা বাস্তবায়ন হচ্ছে না।

এছাড়া শহরের সড়কগুলো অধিকাংশই বেহালদশা,শহরে বিভিন্ন অবৈধ যানবাহনের আনাগোনা, সুনামগঞ্জ পৌরসভার অনুমোদিত ইজিবাইক ছাড়াও শহরতলীর বিভিন্ন ইউনিয়ন থেকে ইজিবাইক, ব্যাটারি চালিত ভ্যান,ডিআই,পিকআপ,নসিমন, ভটভটি, সকাল থেকে রাত পর্যন্ত শহরে বিভিন্ন পয়েন্টে ভিড় জমাচ্ছে।

এ কারণে তীব্র যানজটের কবলে পড়ছে বলে মনে করেন, শহরবাসী ও সচেতন মহল। সুনামগঞ্জ পৌরসভার সচেতন নাগরিক জি এম তাশহিজ,পিনাক দাস,মনোয়ার হোসেনসহ আরও অনেকেই মন্তব্য করেন, বিভিন্ন ইউনিয়ন থেকে ইজিবাইক, ব্যাটারি চালিত ভ্যান শহরে প্রবেশ করায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এগুলোকে শহরে প্রবেশ করার আগেই শহরের বিভিন্ন পয়েন্ট থেকে নিয়ন্ত্রণ করা গেলে যানজট থেকে মুক্তি পাবে শহরবাসী। এ ব্যাপারে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সুদৃষ্টি কামনা করছি।

সুনামগঞ্জ শহরের প্রধান সড়কগুলো খারাপ হওয়ার কারণে এই যানজট। ভ্যান ইজিবাইক যত দিন যাচ্ছে বেশি শহরে প্রবেশ করছে। এইজন্য যানজট আরো বেশি হচ্ছে। শহরের রাস্তা বড় করার বিকল্প কিছু নেই। শহরে রাস্তা আরো বড় করতেই হবে। রাস্তার দুই পাশে অথবা এক পাশে স্থাপনা ভেঙে রাস্তা প্রশস্থ করতে হবে। শহরবাসীর নিরবিচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে হবে এবং যানজট নিরসনে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে সচেতন মহলের দাবি।

টি-আই প্রশাসন মোহাম্মদ হানিফ মিয়া জানান,সাবেক পৌর মেয়র ও পৌর প্রশাসক (এডিএম) মো রেজাউল করিম ইজিবাইক এবং ব্যাটারি চালিত রিক্সার যে পরিমাণ নাম্বার প্লেইট দিয়েছেন তাতে শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ তিনটি মোড়ে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়ে থাকে। যানজট নিরসনের স্বার্থে  আমি পৌর কর্তৃপক্ষকে অনুরোধ জানাই আর যাতে নতুন করে ইজিবাইক এবং ব্যাটারি চালিত রিক্সার অনুমোদন না দেওয়া হয়। যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।