প্রকৌশল ছাত্রদের উপর পুলিশী হামলায় রুয়েট এক্স জেসিডি অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ১১:০৪ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রকৌশলীদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর শাহবাগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া প্রকৌশল ছাত্রদের উপর পুলিশের হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক ছাত্রদলীয় সংগঠন “রুয়েট এক্স-জেসিডি অ্যাসোসিয়েশন”।

রোববার দুপুরে শাহবাগে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে অগ্রসর হলে পুলিশ আন্দোলনকারীদের উপর সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। পাশাপাশি ব্যাপক লাঠিচার্জ চালায়। এতে বহু ছাত্র আহত হয় এবং বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়।

আরও পড়ুন: ডাকসু: জমজমাট প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অনেকের

প্রকৌশল খাতে চাকরির ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে কোটা প্রথা বিলুপ্তিসহ তিন দফা দাবিতে বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, এআইইউএসটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা গতকাল ও আজ একটানা অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন।

ঘটনার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে রুয়েট এক্স-জেসিডি অ্যাসোসিয়েশন জানায়—

আরও পড়ুন: মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

“প্রকৌশলীদের ন্যায্য অধিকার রক্ষায় শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ যে বর্বরোচিত হামলা চালিয়েছে তা নিন্দনীয় ও গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী।”

সংগঠনটি আরো বলেছে, বাংলাদেশের টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে হলে প্রকৌশল খাতে চাকরির ক্ষেত্রে বৈষম্যমূলক কোটা প্রথা অবিলম্বে বিলুপ্ত করতে হবে। একইসাথে প্রকৌশল পেশার মান অক্ষুণ্ণ রাখতে এবং প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিবৃতিতে তারা স্পষ্ট করে জানায়, “রুয়েট এক্স-জেসিডি অ্যাসোসিয়েশন” সর্বদা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতেও এই ভূমিকা অব্যাহত রাখবে।