মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদ্রাসাগুলোতে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ, যোগদান ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বন্ধসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মাহবুবুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত মাদ্রাসার সভাপতি, অধ্যক্ষ, সুপার, ইবতেদায়ি প্রধান ও ভারপ্রাপ্ত প্রতিষ্ঠানপ্রধানদের কাছে এই নির্দেশনা প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: ডাকসু: জমজমাট প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অনেকের
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কিছু মাদ্রাসায় প্রতিষ্ঠানপ্রধান বা নিয়মিত কমিটি না থাকায় এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে, ভারপ্রাপ্ত প্রতিষ্ঠানপ্রধান বা এডহক কমিটি থাকলে তাদের মাধ্যমে, না থাকলে উপজেলা নির্বাহী অফিসার বা অতিরিক্ত জেলা প্রশাসক/জেলা প্রশাসকের মাধ্যমে নিয়োগ ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ বা যোগদানের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: জাকসুর ছাত্রদল প্যানেলে বি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া মৌসুমী
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই নির্দেশনা প্রতিপালন না করলে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত/সর্বশেষ পরিমার্জিত)’ এর ১৮.১ (খ) ও (গ) অনুচ্ছেদ অনুযায়ী প্রতিষ্ঠানের এমপিও বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।