ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

Sadek Ali
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১২:২০ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:২০ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বিএসেফের হাতে আটক ১৫ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

২৮ আগষ্ট বৃহস্পতিবার বিএসএফ এবং বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। অতপর রাত ৮:৩০ টার সময় সাতক্ষীরার সদর উপজেলার তলুইগাছা সীমান্ত দিয়ে হস্তান্তর প্রক্রিয়াটি সম্পন্ন হয়। অত:পর বিজিবি তাদের আইনি প্রক্রিয়া শেষে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে।

আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা

আটককৃতদের ভিতর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১০ জন, পিরোজপুর জেলার ৩ জন, খুলনা জেলার ২ জন।

বিএসএফ কতৃক হস্তান্তরকৃতরা হলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের আব্দুর রব সরদারের ছেলে মোঃ সেকেন্দার হোসেন (৩৩), শ্যামনগরের নকিপুর গ্রামের  মোঃ আব্দুল্লাহ গাজী (৩৮) পিতা কালাচাঁদ গাজী, শ্যামনগরের যোগেন্দ্রনগর গ্রামের মোছাঃ ঝর্ণা খাতুন (৩৮) পিতা মোঃ সুজাত আলী গাজী, শ্যামনগরের কালিঞ্চির গোলাখালী এলাকার মোছাঃ নাজমা বিবি (৩৩) স্বামী মিকাঈল মোল্ল্যা, মাহেরা আক্তার (০৬) পিতা মিকাঈল মোল্ল্যা, মোঃ নাজমুল হাসান নাইম (১৬) পিতা মিকাঈল মোল্ল্যা, মোছাঃ মিনা খাতুন(১৩)পিতা মিকাঈল মোল্ল্যা, শ্যামনগরের নওয়াবেঁকীর পূর্ব বিড়ালক্ষী গ্রামের মোছাঃ মাফুজা খাতুন (৩৪) পিতা আবিয়ার রহমান , তানিয়া সুলতানা (১০) পিতা আবিয়ার রহমান।  মাফুজ রহমান (০২) পিতা আবিয়ার রহমান। পিরোজপুর জেলার খানাকুনিয়ারী গ্রামের রুহুল আমিন (৪০) পিতা এছাহাক মোল্লা, শেফালী বেগম (৩৫) স্বামী রুহুল আমিন, মেয়ে সুমাইয়া আক্তার (০৭) পিতা রুহুল আমিন, খুলনার বাটিয়াঘাটার জলমা এলাকর মর্জিনা বেগম (৪৪) স্বামী মৃত জিয়ারুল ইসলাম, হাসিনা খাতুন (১০) পিতা মৃত জিয়ারুল ইসলাম।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন

এবিষে বিজিবি সুত্রে জানা যায়, গত ২৭ আগস্ট রাত ১২টার টার দিকে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারত প্রবেশের সময় বিএসএফ তাদের আটক করে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে।

এবিষয়ে বাংলাবাজার প্রতিনিধিকে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, বিএসএফের হাতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবি সদর থানায় হস্তান্তর করেছে। আমরা ইতোমধ্যে তাদের নাম-ঠিকানা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট থানায় তথ্য প্রেরন করেছিলাম প্রতিবেদন ও পেয়েছি। আমরা সকলে তাদের বৈধ অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করেছি।