দুই দফা দাবিতে পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচিতে জবি শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা এবং আবাসন খাতে সম্পূরক বৃত্তি প্রদানের দাবিতে পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে বসেছে তারা।
আরও পড়ুন: ডাকসু: জমজমাট প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অনেকের
শিক্ষার্থীদের দুই দফা দাবি হচ্ছে:
১) শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি ঠিক কবে থেকে কার্যকর তা সুনির্দিষ্টভাবে বলতে হবে।
আরও পড়ুন: মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ
২) জকসুর নীতিমালা চূড়ান্ত, তফসিল ঘোষণা সহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।
এ বিষয়ে শাখা ছাত্র অধিকারের সভাপতি এ.কে.এম রাকিব বলেন, প্রশাসন শিক্ষার্থীদের সাথে তামাশা করছে, আমাদের অবস্থান তাদের গায়ে লাগছে না। আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের ধৈর্যের পরীক্ষা নিবে না—এর ফলাফল ভালো হবে না।
লোকপ্রশাসন বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী স্বর্ণা রিয়া বলেন, সম্পূরক বৃত্তি আর জকসু নীতিমালার চূড়ান্ত প্রণয়ন ছাড়া আমরা আমাদের অবস্থান থেকে এক চুলও নড়বো না। আমাদের নিজেদের ক্যাম্পাসের প্রশাসনই আমাদের সাথে যেই মিথ্যা আশ্বাসের খেলা আরম্ভ করেছে, এর সুরাহা করার এটাই উপযুক্ত সময়। আমরা আর মিথ্যা আশ্বাসে বিশ্বাসী না।
উল্লেখ্য, দুই দফা দাবিতে গত পাঁচ কর্মদিবস ধরে অবস্থান কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং শিক্ষার্থীরা। ইতোমধ্যে তারা ভিসি রুম, শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে।