ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত: প্রধান উপদেষ্টা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:০৯ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রোহিঙ্গাদের নিরাপত্তা ও প্রত্যাবাসনসহ নানা ক্ষেত্রে বাংলাদেশের একার পক্ষে সহযোগিতা অব্যাহত রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ ইস্যুতে কার্যকর ভূমিকা রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিক উদ্বোধনীতে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা জানান, দেশ এখন যথেষ্ট স্থিতিশীল এবং প্রস্তুত রয়েছে। তাই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজন করা হবে।

আরও পড়ুন: নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে কিছু পক্ষ: সালাহউদ্দিন

ড. ইউনূস রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাত দফা প্রস্তাবনা দেন।

সম্মেলনে কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, বিভিন্ন দেশের শিক্ষাবিদ, বৈশ্বিক সংস্থা ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।

আরও পড়ুন: জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন

‘স্টেকহোল্ডারস ডায়ালগ, টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আগে এ সম্মেলনকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এবারের সম্মেলনে পাঁচটি মূল ইস্যুকে কেন্দ্র করে আলোচনা হচ্ছে—মানবিক সহায়তা ও তহবিল সংকট, রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি, প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের আস্থা গড়ে তোলা, ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দীর্ঘমেয়াদি সমাধানের কৌশল।