জৈন্তাপুরে পুলিশের অভিযানে ১৫৮ পিস ইয়াবাসহ আটক ১

সিলেটের জৈন্তাপুর উপজেলায় তামাবিল হাইওয়ে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম উমর আলী (৫০)। সে সিলেটের শাহপরান বাহুবল রোড নং-১ এলাকার মোঃ আকদ্দস আলীর পুত্র।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় , বৃহস্পতিবার (২৮শে আগস্ট) রাত ৯:৩০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া কালীমন্দিরের সামনে অভিযান চালায় হাইওয়ে পুলিশ।
আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা
এ সময় একটি লোকাল বাসে তল্লাশী চালিয়ে উমর আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি বাসের পেছনের সিটে যাত্রী হিসেবে বসা ছিলেন। তার হেফাজত থেকে মোট ১৫৮ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এ অভিযানে নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোঃ তারেক আহমেদ রুদ্র। এছাড়াও অভিযানে উপ-পরিদর্শক (এসআই) আবদুল বাতেন, এটিএসআই মৃণাল কান্তি ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন,আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেন তিনি।