ট্রাম্পের চারটি ফোনকল ধরেননি মোদি

সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চারটি ফোন কলের জবাব দেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জার্মান সংবাদপত্র ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইন জেইতুং (এফএজেড)–এর বরাত দিয়ে বুধবার (২৭ আগস্ট) এ খবর জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, মোদির এই পদক্ষেপ তার রাগ ও সতর্কতার বহিঃপ্রকাশ। জাপানি দৈনিক নিক্কেই এশিয়াও জানিয়েছে, ট্রাম্পের কল এড়িয়ে যাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট আরও হতাশ হয়েছেন।
আরও পড়ুন: ফোনালাপ ফাঁস, ক্ষমতাচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী
সম্প্রতি ট্রাম্প ভারতীয় পণ্যে শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করেছেন। ব্রাজিল ছাড়া অন্য কোনো দেশের জন্য এটি সর্বোচ্চ শুল্কহার। পাশাপাশি রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে ভারতকে অতিরিক্ত ২৫ শতাংশ কর দিতে হচ্ছে।
ভারত অবশ্য স্পষ্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না। কৃষকদের স্বার্থে কোনো ছাড় দেওয়া হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এফএজেড–এর প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় মোদি নিজেকে অপমানিত মনে করেছেন। ট্রাম্পের সঙ্গে কথা বলতে অনিচ্ছা তার ক্ষোভের গভীরতা স্পষ্ট করে।
আরও পড়ুন: ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন ফেড গভর্নর লিসা কুক
পাকিস্তান ইস্যুতে ক্ষোভ
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তান প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য ভারতের জনমনে নেতিবাচক প্রভাব ফেলেছে। ট্রাম্প দাবি করেছেন, তার মধ্যস্থতার কারণেই ভারত-পাকিস্তান সংঘাত প্রশমিত হয়েছে। তবে নয়াদিল্লি দৃঢ়ভাবে এ দাবি অস্বীকার করেছে।
চীন ফ্যাক্টর
এফএজেড–এর সঙ্গে আলাপকালে বিশ্লেষক মার্ক ফ্রেজিয়ার বলেন, যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশলে ভারতের ওপর যে আস্থা রাখা হয়েছিল, তা ভেঙে যাচ্ছে। তার মতে, ভারত কখনোই বেইজিংয়ের বিরুদ্ধে ওয়াশিংটনের পক্ষে দাঁড়ানোর পরিকল্পনা করেনি। বরং বৈশ্বিক প্রভাব বিস্তার ও শিল্পোন্নয়নে ভারত ও চীন অভিন্ন স্বার্থ ভাগ করে নেয়।
আগস্টের শেষ দিকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। এটি হবে তার প্রথম চীন সফর, যা বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক মেরামতের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: এনডিটিভি