করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

Sadek Ali
ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:৫৯ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল আ (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) জয়কা ইউনিয়নের অন্তর্গত পূর্ব কান্দাইল হাজী মতিউর রহমানের বাড়িতে  এই মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগী বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়েছেন। 

আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা

সকাল ১০ টা থেকে ২ দুপুর টা পর্যন্ত  এ আয়োজনে জয়কা ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা হৃদরোগ, মেডিসিন, গাইনি, চর্ম, বাত ব্যাথাসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়।  

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে আয়োজিত ওই মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জামায়াতের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, কিশোরগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি খায়রুল ইসলাম,  করিমগঞ্জ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোসাব্বির প্রমুখ। এলাকাবাসী বলেন , ডাক্তার জেহাদ খান এই প্রত্যন্ত অঞ্চলে এসেছেন, এতে এলাকাবাসী সবাই খুশি। 

আরও পড়ুন: গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন

 এলাকাবাসী বলেন  হাসপাতাল অনেক দূরে।  এরকম মেডিকেল ক্যাম্প নিয়মিত হলে সাধারণ মানুষ উপকৃত হবে। 

 ডাক্তার জেহাদ খান খুব ভালো মানুষ।  তিনি জামিয়া ইমদাদিয়ার ছাত্র ছিলেন। এরকম মানুষ এমপি হলে করিমগঞ্জবাসী উপকৃত হবে।