চবিতে জুলাই আগস্ট বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আলোচনা সভা

Sanchoy Biswas
মো. সাবিত বিন নাছিম, চবি প্রতিনিধি
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:২৭ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়টির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্যোগে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

২৬ আগস্ট (মঙ্গলবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়টির মেরিন সায়েন্স অডিটোরিয়ামে আয়োজিত উক্ত সেমিনারের আলোচ্য বিষয় ছিলো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এবং বর্তমান প্রাসঙ্গিকতা, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা।

আরও পড়ুন: ডাকসু: জমজমাট প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অনেকের

সেমিনারটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির সাবেক ব্যবসা অনুষদের ডিন ও বর্তমান প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির ও বিশ্ববিদ্যালয়টির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন সহ আরও একাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ। এবং সেমিনারটিতে আলোচক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এজিএম নিয়াজ উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়টির জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মাসুদুল আজাদ চৌধুরী। এছাড়াও সেমিনারটির উপস্থাপনার দায়িত্বে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী। এছাড়াও সেমিনারটিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সহ অন্যান্য নেতৃত্বরা। 

সেমিনারটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এবং বর্তমান প্রাসঙ্গিকতা সম্পর্কে এক বক্তব্যে এজিএম নিয়াজ উদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় নাম। আজ ৫ই আগস্ট পরবর্তী বাংলাদেশে যে নামটি বারবার জেগে উঠছে, সেই নামটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশ নামে যে ছোট্ট ভূখণ্ড মানচিত্রে, তার অভ্যুত্থানের সাথে ঐতিহাসিকভাবেই এই নামটি অতপ্রতভাবে জড়িত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের ভিতরেই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সার্বভৌমত্ব সহ আজকে যে গণতন্ত্র নিয়ে আমরা ভাবছি তার সবই নিহিত আছে। 

আরও পড়ুন: মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

সর্বশেষ, বিশ্ববিদ্যালয়টির শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত এই আয়োজনটির সামাপ্তি ঘটে।