সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:৪৬ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক সারাহ ফারজানা হক এই আদেশ দেন।

আরও পড়ুন: আইন সচিব হলেন বিচারক লিয়াকত আলী মোল্লা

এর আগে, সকাল ১০টার দিকে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান সবাইকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সারাহ ফারজানা হকের আদালতে আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করেছিল মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’। অনুষ্ঠান চলাকালীন কিছু যুবক হট্টগোল সৃষ্টি করলে পুলিশ লতিফ সিদ্দিকী ও অন্যান্যদের আটক করে।

আরও পড়ুন: প্রধান বিচারপতির প্রশ্ন: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিলে এটি কবে থেকে কার্যকর হবে

মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মঞ্চ ৭১ প্ল্যাটফর্মটি মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষা ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার লক্ষ্য নিয়ে গত ৫ আগস্ট আত্মপ্রকাশ করেছে।