ছাত্রদল নেতার দুটি মোবাইল চুরি করে ফেসবুকে পোস্ট দিলো চোর

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ৫:৫৫ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের য্গ্মু-সাধারণ সম্পাদক মেহেদী হাসানের ব্যবহৃত দুটি মোবাইল চুরি হয়েছে। এরপর তার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে একাধিক অপ্রীতিকর পোস্ট দেওয়া হয়েছে। সেই পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। 

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে ছাত্রদলের নেতাকর্মীরা সামাজিক যোগযোগমাধ্যমে সতর্কবার্তা দেন এবং বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।

আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা

চুরি হওয়া ফোন থেকে রাতে মেহেদী হাসানের ফেসবুক আইডিতে কয়েকটি অস্বাভাবিক স্ট্যাটাস দেওয়া হয়।

একটিতে লেখা হয়, ‘১, ২, ৩, ৪ ডাকসুরৃ’। আরেকটি স্ট্যাটাসে লেখা হয়, ‘ইলেকশন। করতাম না। প্রেম করাম আমি’।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন

এ বিষয়ে সতর্ক করে ডাকসুর ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ফেসবুকে লিখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্নেহের মেহেদী হাসানের ফোন চুরি হয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পোস্ট বা মেসেজ থেকে সচেতন থাকুন।

ডাকসুর জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম লিখেছেন, ছাত্রদল মনোনীত ডাকসু আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী মেহেদী হাসান ভাইয়ের আইডি হ‍্যাক হয়েছে। কেউ বিভ্রান্ত হবেন না।

ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী মানসুরা আলম ফেসবুকে লিখেছেন, ছাত্রদল সমর্থিত প্যানেলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসানের দুইটি ফোন ছিনতাই হয়েছে। বর্তমানে তার আইডিটি হ্যাক করা হয়েছে। একই সঙ্গে তার গুরুত্বপূর্ণ তথ্যও হ্যাকড হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

তিনি আরও লিখেছেন, মনে হচ্ছে এই ছিনতাই পরিকল্পিত। র‍্যান্ডম ছিনতাইকারী হ্যাক করে ব্যক্তিগত তথ্যে প্রবেশ করে না। চেষ্টাও করেনা। ওদের ডাকসুও বোঝার কথা না। এই ধরনের শ্লোগান কারা দেয় আমরা জানি। মেহেদীর তথ্য সেই ধরনের কোন গোষ্ঠীর হাতেই আছে।

এ বিষয়ে জানতে ছাত্রদল নেতা মেহেদী হাসানের হোয়াটসঅ্যাপে ও মুঠোফোনে কল দিলে সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়।