ডাকসু নির্বাচনে থাকছে তিন স্তরের নিরাপত্তা, হলে বহিরাগত নিষিদ্ধ, ভোটারদের জন্য বাড়তি বাস ব্যবস্থা

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:৪৩ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ছবিঃ শাহরিয়ার ইসলাম, ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ছবিঃ শাহরিয়ার ইসলাম, ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের দিন ক্যাম্পাসে থাকবে কঠোর নিরাপত্তা। এদিন মোট ৮টি ভোটকেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

চিফ রিটার্নিং কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে মঙ্গলবার (২৬ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের অধ্যাপক ও রিটার্নিং কর্মকর্তারা।

আরও পড়ুন: ডাকসু: জমজমাট প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অনেকের


নিরাপত্তা পরিকল্পনা

আরও পড়ুন: মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

ভোটের দিন প্রথম স্তরে দায়িত্বে থাকবে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সদস্য ও প্রক্টরিয়াল টিম, দ্বিতীয় স্তরে পুলিশ বাহিনী এবং তৃতীয় স্তরে সাতটি প্রবেশমুখে সেনাবাহিনী ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে মোতায়েন থাকবে। সেনা সদস্যরা প্রয়োজনে ক্যাম্পাসে প্রবেশ করবে এবং ফলাফল ঘোষণা পর্যন্ত ভোটকেন্দ্র কর্ডন করে রাখবে।

রিটার্নিং কর্মকর্তারা জানান, নির্বাচনের আগে থেকেই নিয়মিত টহল জোরদার করা হয়েছে। ৭ দিন আগে থেকে হলে বহিরাগত থাকার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে ছাত্রীদের হলে বহিরাগত থাকার নিয়ম আগে থেকেই সম্পূর্ণ নিষিদ্ধ।

ক্যাম্পাস নিয়ন্ত্রণ ও পরিবহন ব্যবস্থা

৮ ও ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন (মেট্রোরেল) বন্ধ থাকবে। নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্পূর্ণ সিলগালা থাকবে। কেবল বৈধ শিক্ষার্থী, অনুমোদিত সাংবাদিক ও নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টরা প্রবেশ করতে পারবেন।

ক্যাম্পাসের বাইরে থাকা শিক্ষার্থীদের ভোটদানে সুবিধা দিতে বিভিন্ন রুটে অতিরিক্ত বাস ট্রিপ চালানো হবে। এসব বাস নির্বিঘ্নে চলাচলে পুলিশ সহায়তা দেবে। সভায় উপস্থিত সব প্রার্থী নিরাপত্তা ও অন্যান্য সিদ্ধান্তের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।