সংস্কারের পরই জাতীয় নির্বাচন নিয়ে ভাববে এনসিপি: নাহিদ ইসলাম

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৫ | আপডেট: ১১:৩৯ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের নিশ্চয়তা ছাড়া জাতীয় নির্বাচন নিয়ে ভাবা হবে না। তিনি জানান, সংস্কারের পরই জাতীয় নির্বাচন নিয়ে ভাববে এনসিপি।

রোববার মালয়েশিয়ায় আয়োজিত এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের উদ্যোগে অনুষ্ঠিত “২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা”* শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে কিছু পক্ষ: সালাহউদ্দিন

নাহিদ ইসলাম বলেন,“ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার শঙ্কা আছে। আমরা জুলাই সনদের আইনি ভিত্তিতে গণপরিষদ নির্বাচনে অংশ নিতে চাই। ডিসেম্বরেও যদি নির্বাচন হয়, আপত্তি নেই, তবে শর্ত হলো—সংস্কারের নিশ্চয়তা ও বিচারের নিশ্চয়তা থাকতে হবে।”

তিনি আরও বলেন,“নির্বাচনে অংশগ্রহণ বা আসন ভাগাভাগির চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার। জনগণের কাছে আমরা যেন বলতে পারি—দেশের পরিবর্তন এনেছি আমরা। তাই সংস্কারটাই আমাদের প্রধান এজেন্ডা।”

আরও পড়ুন: জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ। সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হক এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।