মানবতার কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হবে: মুহাম্মদ আবদুল জব্বার

Sanchoy Biswas
শ্রী দিপু চন্দ্র গোপ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:০৩ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের গ্যারান্টি হচ্ছে ইসলাম। আমরা যে বৈষম্যহীন, কল্যাণমুখী সমাজের স্বপ্ন দেখছি তা কেবলমাত্র ইসলামি বিধান প্রতিষ্ঠার মাধ্যমে সম্ভব। মানবতার কল্যাণে যারা কাজ করছেন, তাদেরকে পরিশ্রমী, বিনয়ী, আন্তরিক এবং গভীর মনোযোগী হয়ে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।

তিনি আজ ২৯ আগস্ট, জুমাবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপগঞ্জ উপজেলার উদ্যোগে নারায়ণগঞ্জ-১ আসনের নির্বাচনী দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা

রূপগঞ্জ দক্ষিণ থানা আমীর মাওলানা সাইফুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে এবং আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হানিফ ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার, সোনারগাঁও আসনে জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সাংসদ প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূইয়া, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আনোয়ার হোসেন মোল্লা, জেলা কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ আলী খান, এডভোকেট ইসরাফিল হোসাইন, রূপগঞ্জ উত্তর থানা আমীর মাহফুজুল ইসলাম মজিদ, রূপগঞ্জ পশ্চিম থানা আমীর মাওলানা ফারুক আহমেদ, মুহাম্মদ খাইরুল ইসলাম, মুহাম্মদ আনিসুর রহমান প্রমুখ।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আবদুল জব্বার বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, নির্বাচনের পূর্বে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে যে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জনগণ করেছিল, নির্বাচনী রোডম্যাপে তা দেখা যাচ্ছে না। নির্বাচনের পূর্বে জনপ্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ড. ইকবাল হোসাইন ভূইয়া বলেন, কোনো দুর্নীতিবাজ, দখলবাজ ও আত্মসাৎকারীকে আগামীতে জনগণ ভোট দিবে না, ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, জনগণ আর ফ্যাসিবাদী দুঃশাসনের দিকে ফিরে যেতে চায় না।

আনোয়ার হোসেন মোল্লা বলেন, আগামী নির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে রূপগঞ্জকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।

সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম সিরাজী বলেন, আগামী সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে (রূপগঞ্জ) জনগণ বাধাহীনভাবে ভোটকেন্দ্রে গিয়ে সত্য ও ন্যায়ের প্রতীক হিসেবে ভোট দিতে পারে।