হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত ফেসবুক আইডি ডিজেবল
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল অকার্যকর করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ তথ্য জানান।
লাইভ বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘হাসনাত আব্দুল্লাহ’ নামের তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি কিছুদিন আগেই ডিজেবল করা হয়েছে। তার দাবি, ভারতবিরোধী অবস্থান নেওয়ার পর দেওয়া কয়েকটি পোস্টের বিরুদ্ধে কপিরাইট ক্লেইমের মাধ্যমে আইডিটি বন্ধ করে দেওয়া হয়।
আরও পড়ুন: এবার গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
তিনি জানান, ব্যক্তিগত আইডি অকার্যকর হয়ে যাওয়ায় এখন থেকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেই সরাসরি নিয়মিত বক্তব্য ও রাজনৈতিক কার্যক্রম তুলে ধরবেন। এর আগে পেজটি মূলত তার অ্যাডমিনরা পরিচালনা করতেন।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, যোগাযোগের ধারাবাহিকতা বজায় রাখতে তার বক্তব্য ও সংবাদ যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়—সে জন্য সমর্থকদের পেজটি শেয়ার করার আহ্বান জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: পিছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে: ডা. রফিক
ব্যক্তিগত আইডি বন্ধ থাকায় গত কয়েক দিন ধরে ভক্ত, সমর্থক ও রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে তার যোগাযোগ সীমিত ছিল বলেও জানান এনসিপির এই নেতা।





