বগুড়ায় জাতীয় সমাজতান্ত্রিক দলের ঐক্যবদ্ধ যাত্রা শুরু

Sanchoy Biswas
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:০২ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ায় জাতীয় সমাজতান্ত্রিক দলের ঐক্যবদ্ধ যাত্রা শুরু। এতে নেতা আতিকুজ্জামান তুহিনের সভাপতিত্বে দলের সাতমাথা জেলা কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের তিন অংশ ও বাসদ মাহবুব এর উদ্যোগে সভাটি আয়োজন করা হয়।

বগুড়া শহরে গত রবিবার (২৪শে আগস্ট) জাতীয় সমাজতান্ত্রিক দলের উক্ত যৌথ কর্মী সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। এই জাতীয় সমাজতান্ত্রিক দলের যৌথ কর্মী সভার মধ্য দিয়ে বগুড়া থেকে উক্ত দলের কর্মীদের ঐক্যবদ্ধ যাত্রা শুরু হলো। সভার শুরুতে মুক্তিযুদ্ধে ও দলের লড়াই সংগ্রামে যারা শহীদ হয়েছেন, তাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে “আমরা লড়ছি শ্রেণি সংগ্রাম ত্বরান্বিত করে, সামাজিক বিপ্লবের মাধ্যমে অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য” স্লোগানের মধ্য দিয়ে সভার কার্যক্রম পরিচালিত হয়।

আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা

এছাড়াও উক্ত সভায় সর্বসম্মতিক্রমে আতিকুজ্জামান তুহিনকে আহ্বায়ক, ইসমাইল হোসেন দুখু ও নুরুল হুদা প্রিন্সকে যুগ্ম-আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট বগুড়া শহর ঐক্যবদ্ধ কাউন্সিল প্রস্তুতি পরিষদ ২০২৫ গঠন করা হয়।