চুয়াডাঙ্গায় ১৫ মিনিটের ব্যবধানে মা-ছেলের মৃত্যু

Sadek Ali
সালাউদ্দীন কাজল, জীবননগর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:০১ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গায় ১৫ মিনিটের ব্যবধানে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চুয়াডাঙ্গা পৌরসভার বাগানপাড়ার নিজ বাড়িতে হাটাহাটি করছিলেন চায়না খাতুন নামের এক বৃদ্ধা। এসময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চুয়াডাঙ্গা সদর হাসপাতেলে আনা হয়। কিছুক্ষণ পরেই হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। 

আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা

এদিকে, হাসপাতালে মায়ের মৃত্যুর খবর পেয়ে ছেলে সাইফুল ইসলাম হাসপাতালে এসেই মাথাঘুরে পড়ে যান। দ্রুত তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষনা করেন।প্রায় ১৫ মিনিটের মধ্যেই মা-ছেলে দুজনই মারা যান।

বৃদ্ধা চায়না খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার মৃত আলাউদ্দিনের স্ত্রী। ১৫ মিনিটের ব্যবধানে মা-ছেলের এমন মৃত্যু দৃশ্য দেখার পর হাসপাতেলে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন

মহিলা সার্জারি ওয়ার্ডে ডিউটিরত সিনিয়র স্টাফ নার্স রোমানা খাতুন বলেন, বৃদ্ধ নারী ভর্তি হবার কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসককে জানানো হয়। পরে জরুরি বিভাগ থেকে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষনা করেন।

এরই মধ্যে ওই নারীর জন্য ওষুধ কিনতে ফার্মেসিতে যান তার ছেলে। এরই মাঝে তিনি মায়ের মৃত্যুর খবর জানতে পারেন। পরে হাসপাতালের সিড়ি দিয়ে নামার সময় মাথাঘুরে পড়ে যান। তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে পরিক্ষা-নিরিক্ষার পর তাকেও মৃত ঘোষনা করেন চিকিৎসক।

তিনি আরও বলেন, এরকম মৃত্যু খুবই কম দেখেছি। আমাদেরও অনেক খারাপ লাগছে। ডিউটি করতে গিয়ে আজ এক হৃয়দবিদায়ক ঘটনার সাক্ষী হলাম। আসোলেই এটি অনেক কষ্টদায়ক।