শাহজালালে নারী যাত্রীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:০২ পূর্বাহ্ন, ১০ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন বিদেশি নারী যাত্রীর লাগেজ থেকে প্রায় ৮ কেজি ৬৬০ গ্রাম কোকেন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

কাস্টমস সূত্র জানায়, সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে দোহা থেকে ঢাকায় আসা কাতার এয়ারওয়েজের কিউআর ৬৩৮ ফ্লাইটের যাত্রী এম এস কারেন পেতুলা স্টাফলকে গোয়েন্দারা চিহ্নিত করেন। বিমানের ৩০এ সিটে বসা এই যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে গ্রিন চ্যানেলে প্রবেশ করলে তার লাগেজ তল্লাশি করা হয়। এ সময় লাগেজে থাকা তিনটি প্লাস্টিকের জারের ভেতরে ২২ পিস ফয়েল মোড়ানো ডিম্বাকৃতির প্যাকেট পাওয়া যায়। সেগুলোর ভেতর থেকে কোকেন উদ্ধার হয়।

আরও পড়ুন: ওসি ও ডিআইজি পরিচয়ে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার

প্রাথমিক পরীক্ষায় কোকেনের সত্যতা নিশ্চিত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এয়ারপোর্ট ইউনিট। উদ্ধারকৃত কোকেনের ওজন ৮.৬৬ কেজি।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক সোনিয়া আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা। আটক নারীকে হেফাজতে নেওয়া হয়েছে।’

আরও পড়ুন: পানি জাহাঙ্গীরের বিরুদ্ধে ১০০ কোটি টাকা পাচারের অভিযোগ

এ ঘটনায় কাস্টমস আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।