অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা বাকৃবি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:০৪ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় বন্ধকালীন সময়ে শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব স্থানীয় প্রশাসনের ওপর ন্যস্ত করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।

আরও পড়ুন: রয়েল ইউনিভার্সিটি অব ঢাকায় দিনব্যাপী অ্যালামনাই মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

এর আগে সকাল ১১টায় অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকের পর রাত সাড়ে ৯টায় অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে সব ছাত্রছাত্রীকে আবাসিক হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬টি হল পরিদর্শন করেছেন বুয়েটের বিশেষজ্ঞরা