জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ (২৭ আগস্ট)। অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতা ও সাম্যের চেতনায় দীপ্ত তার সাহিত্যকর্ম যুগে যুগে শোষণ-বঞ্চনা থেকে মুক্তির প্রেরণা জুগিয়েছে। আজও জাতির জীবনে অনুপ্রেরণা হয়ে আছেন নজরুল। বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসংলগ্ন সমাধিতে জাতীয় কবিকে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। শ্রদ্ধা জানান কবি পরিবারের সদস্যরাও।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নজরুলের গান ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান নজরুল গবেষণা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: কবি এনামূল হক পলাশ, নিমগ্ন এক কাব্যসাধক
‘বিদ্রোহী’ কবি হিসেবে পরিচিত কাজী নজরুল ইসলামের লেখা কবিতা, গান ও প্রবন্ধ বারবার মুক্তিকামী মানুষকে সাহস জুগিয়েছে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জাতির প্রতিটি সংগ্রামে অনুপ্রেরণার উৎস ছিলেন তিনি। জাতীয় জীবনে আজও সমানভাবে প্রাসঙ্গিক কাজী নজরুল ইসলাম।