‘নিরাপত্তা শঙ্কায়’ বাতিল হলো নবান্ন উৎসব
রাজনৈতিক অস্থিরতার মধ্যে নিরাপত্তা ঝুঁকি এড়াতে বাতিল করা হয়েছে এ বছরের ‘নবান্ন উৎসব’। রোববার সকালে ছায়ানট সংস্কৃতি-ভবনে আয়োজনের ঘোষণা দিলেও পরে সেটি স্থগিত করার সিদ্ধান্ত জানায় ‘জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ’।
পর্ষদের সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা জানান, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, লকডাউন ও সম্ভাব্য শাটডাউন কর্মসূচির কারণে শিল্পী, অভিভাবক ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, “শিশু এবং অভিভাবকদের নিরাপত্তা বিবেচনায় অনুষ্ঠানটি বাতিল করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না।”
আরও পড়ুন: বাগেরহাট থিয়েটারের বার্ষিক সাধারণ সভায় নতুন কার্যকরী পরিষদ গঠন
তিনি আরও জানান, আয়োজনের জন্য কোনো উপযুক্ত ভেন্যু পাওয়া যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বকুলতলা, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি ও কলাবাগান মাঠ—কোনো জায়গারই অনুমতি পাওয়া যায়নি। শেষ পর্যন্ত ছায়ানটে আয়োজনের প্রস্তুতি নেওয়া হলেও সার্বিক পরিস্থিতির কারণে তা বাতিল করতে হয়েছে।
তবে ‘ষড়ঋতু উদযাপন জাতীয় পর্ষদ’ জানিয়েছে, তারা বিকেল ৪টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘নবান্ন উৎসব ১৪৩২’ আয়োজন করবে। জুলাই অভ্যুত্থানের পর গঠিত এ প্ল্যাটফর্মটি সারা দেশে বাঙালির ঋতুভিত্তিক উৎসব উদযাপনের উদ্যোগ নিয়ে কাজ করছে।
আরও পড়ুন: আর্ট গ্যালারি প্যালেট-এর নবযাত্রা, শিল্পের নতুন গন্তব্য





