রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:০২ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এবং পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে সেনাপ্রধান সম্প্রতি তাঁর চীন সফরকালে অনুষ্ঠিত বৈঠকগুলোর অভিজ্ঞতা ও আলোচনার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। একইসঙ্গে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস সেনাবাহিনীর প্রধান

আলোচনায় সেনাপ্রধান আশ্বস্ত করেন যে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

এছাড়া সেনাপ্রধান সেনাবাহিনীর অভ্যন্তরীণ চলমান উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

আরও পড়ুন: সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কোনো দলের পক্ষে নয় যুক্তরাষ্ট্র