বাকৃবি শিক্ষার্থীদের স্লোগান: ‘জীবন যাবে, তবুও হল ছাড়ব না’

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:০৩ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কামাল রঞ্জিত মার্কেটে সমবেত হন এবং স্লোগান দেন— ‘কথায় কথায় হল ছাড়, হল কি তোর বাপ-দাদার?’

এর আগে রোববার (৩১ আগস্ট) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলায় অন্তত ১০ জন শিক্ষার্থী ও সাংবাদিক আহত হন। ওই ঘটনার পর শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের জন্য সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে এবং রাতের সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের সোমবার সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

তবে শিক্ষার্থীরা দাবি করেন, বহিরাগতদের দিয়ে হামলার দায় প্রক্টোরিয়াল বডির ওপর বর্তায় এবং তারা জনসম্মুখে ক্ষমা না চাইলে আন্দোলন চলবে। শিক্ষার্থীরা বলেন, হল কারও বাবার সম্পত্তি নয়। যৌক্তিক আন্দোলনের পথে হামলা নিন্দনীয়, তাই তারা হল ছাড়বেন না।

আন্দোলনরত শিক্ষার্থীরা চার দফা দাবি জানান:

আরও পড়ুন: পাবনার উন্নয়নে চার দফা দাবিতে ১৫ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন

১. কম্বাইন্ড (বি.এসসি ইন ভেটেরিনারি ও এএইচ) ডিগ্রি চালু রাখা।

২. হামলার দায়ে পুরো প্রক্টোরিয়াল বডির পদত্যাগ।

৩. উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না—এ নিশ্চয়তা।

৪. বহিরাগতদের হামলায় জড়িত শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, এর আগেও একইভাবে রাতের নোটিশে শিক্ষার্থীদের হল ছাড়তে বাধ্য করা হয়েছিল। এবারও তার পুনরাবৃত্তি ঘটছে। তবে আন্দোলনকারীদের হুঁশিয়ারি— “জীবন যাবে, তবুও হল ছাড়ব না।”