বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এই বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আরও পড়ুন: কৃষি উপকরণের চড়া দরে দিশেহারা কৃষক
র্যালীটি শহরের পুরাতন কোর্ট প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্টে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য চার বারের উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, আবুল মনসুর মোহাম্মদ সৈকত, ব্যারিস্টার আবিদুল হক আবিদ, সেলিম আহমেদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমানসহ উপজেলা, ইউনিয়ন ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। সদর উপজেলার জাহাঙ্গীরনগর, সুরমা, রঙ্গারচর, গৌরারং, কাঠইর, মোহনপুর, লক্ষনশ্রী, মোল্লাপাড়া সহ শহরতলীর বিভিন্ন পাড়া-মহল্লা থেকে খণ্ড খণ্ড মিছিল ট্রাফিক পয়েন্টে যোগ দেয়।
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। এ উপলক্ষে দলটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ১৯৭৮ সালের এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর তাঁর স্ত্রী খালেদা জিয়া রাজনীতিতে এসে দলটির নেতৃত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে বিএনপি। খালেদা জিয়া দলের চেয়ারপারসন।
আরও পড়ুন: পাবনার উন্নয়নে চার দফা দাবিতে ১৫ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় এবং তিনি দুই বছরের বেশি সময় জেল খাটেন। ১৯৮১ সালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের মৃত্যুর পর প্রথমবার সংকটে পড়েছিল বিএনপি। আশির দশকে জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি হওয়ায় দল দ্বিতীয়বার গভীর সমস্যার মুখে পড়ে। ২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সময় খালেদা জিয়াসহ বিপুলসংখ্যক শীর্ষ নেতা কারাবন্দি হলে তৃতীয় দফায় দল নেতৃত্ব সংকটে পড়ে। তিন দফাই ভাঙনের মুখে পড়েছিল দলটি।
এইভাবে নানা সংকট ও ভাঙা-গড়ার মধ্য দিয়েই বিএনপি দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান। তিনি ২০০৭ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং সেখান থেকেই দল পরিচালনা করছেন। ১৮ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি। কেয়ারটেকার সরকার নির্বাচন নিয়ে নানা তালবাহানা শুরু করেছে। সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে যাতে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন হয়।